স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে রবিবার জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল চলছে। সকাল থেকে প্রার্থী সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গন সরগরম হয়ে উঠে। নির্বাচনী বিধি বিধান মেনে ৫জনকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেও চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে শত শত মানুষ উপজেলা পরিষদে আসে। কেউ কেউ শোডাউনের মাধ্যমে নিজেদের সমর্থন জানান দেন। উপজেলার পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিবার দুপুরে উপজেলা প্রকৌশলী ও পাটলী ইউনিয়নের রির্টানিং অফিসার রফিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সাথে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুঃতভাবে উপজেলায় আসে। অপরদিকে বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিয় অফিসার গোলাম সারোয়ারের নিকট রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মজলুল হক এর সমর্থকরা মিছিলসহকারে উপজেলা পরিষদে আসলেও ৫জনকে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সাতটি ইউনিয়ন থেকে প্রার্থীরা পছন্দের কয়েকজন ও প্রস্তাব ও সমর্থককারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডেও সদস্য দিলাল মিয়া, আশাদুল হক, ২ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, হাবিবুর রহমান,৩নং ওয়ার্ডে মোজাফ্ফর আলী, ৪ নং ওয়ার্ডে আব্দুল হান্নান, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ৭নং ওয়ার্ডে আজিজ মিয়া, ৮ নং ওয়ার্ডে ফজর আলী,ছালিক মিয়া, ৯নং ওয়ার্ডে কামাল হোসেন,আবুল কাশেম,আব্দুল মছব্বির,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে জবিনি বেগম, মনরা বেগম, সমজলা বেগম,৭,৮,৯নং ওয়ার্ডে হনুফা বেগম, পাটলী ইউনিয়নে সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে সোনা মিয়া, বশির আহমদ, বাবুল মিয়া, ২নং ওয়ার্ডে সাইফুর রহমান, বর্তমান মেম্বার আবুল হাসনাত, ৩নং ওয়ার্ডে ছায়াদ মিয়া, ৪নং ওয়ার্ডে বর্তমান মেম্বার(প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম ও ছুরুক মিয়া, ৫নং ওয়ার্ডে শাহাজাহান আলী ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রেজা,জাহাঙ্গীর মিয়া, ৭নং ওয়ার্ডে খালিদ হাসান খালেদ, ৮নং ওয়ার্ডে তরুণ সমাজসেবী আবু শাকের, বর্তমান মেম্বার হীরা মিয়া, মতিন মিয়া, ৯নং ওয়ার্ডে নেছার আলী, একলাছুর রহমান, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার ফেরদৌসি বেগম তানিয়া, ফাতেহা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে রুজিনা বেগম,রাশেদা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডে আমিরুল নেছা, লক্ষী রানী দাশ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য সুলতান আহমদ,৮নংওয়ার্ডে রুহুল আমীন, ৯নং ওয়ার্ডে সায়েস্তা খান, জুয়েল মিয়া,