স্টাফ রিপোর্টার :: উৎসবমুখর পরিবেশে রবিবার জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল চলছে। সকাল থেকে প্রার্থী সমর্থকদের উপস্থিতিতে উপজেলা পরিষদ প্রাঙ্গন সরগরম হয়ে উঠে। নির্বাচনী বিধি বিধান মেনে ৫জনকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেও চেয়ারম্যান পদে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে শত শত মানুষ উপজেলা পরিষদে আসে। কেউ কেউ শোডাউনের মাধ্যমে নিজেদের সমর্থন জানান দেন। উপজেলার পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে রবিবার দুপুরে উপজেলা প্রকৌশলী ও পাটলী ইউনিয়নের রির্টানিং অফিসার রফিকুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দেন। তাঁর সাথে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুঃতভাবে উপজেলায় আসে। অপরদিকে বিকেলে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিয় অফিসার গোলাম সারোয়ারের নিকট রানীগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মজলুল হক এর সমর্থকরা মিছিলসহকারে উপজেলা পরিষদে আসলেও ৫জনকে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সাতটি ইউনিয়ন থেকে প্রার্থীরা পছন্দের কয়েকজন ও প্রস্তাব ও সমর্থককারীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাঁরা হলেন কলকলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডেও সদস্য দিলাল মিয়া, আশাদুল হক, ২ নং ওয়ার্ডে লিয়াকত হোসেন, হাবিবুর রহমান,৩নং ওয়ার্ডে মোজাফ্ফর আলী, ৪ নং ওয়ার্ডে আব্দুল হান্নান, ৫নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম ৭নং ওয়ার্ডে আজিজ মিয়া, ৮ নং ওয়ার্ডে ফজর আলী,ছালিক মিয়া, ৯নং ওয়ার্ডে কামাল হোসেন,আবুল কাশেম,আব্দুল মছব্বির,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে জবিনি বেগম, মনরা বেগম, সমজলা বেগম,৭,৮,৯নং ওয়ার্ডে হনুফা বেগম, পাটলী ইউনিয়নে সাধারণ সদস্য ১নং ওয়ার্ডে সোনা মিয়া, বশির আহমদ, বাবুল মিয়া, ২নং ওয়ার্ডে সাইফুর রহমান, বর্তমান মেম্বার আবুল হাসনাত, ৩নং ওয়ার্ডে ছায়াদ মিয়া, ৪নং ওয়ার্ডে বর্তমান মেম্বার(প্যানেল চেয়ারম্যান) নজরুল ইসলাম ও ছুরুক মিয়া, ৫নং ওয়ার্ডে শাহাজাহান আলী ৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ নেতা ওয়াহিদুর রেজা,জাহাঙ্গীর মিয়া, ৭নং ওয়ার্ডে খালিদ হাসান খালেদ, ৮নং ওয়ার্ডে তরুণ সমাজসেবী আবু শাকের, বর্তমান মেম্বার হীরা মিয়া, মতিন মিয়া, ৯নং ওয়ার্ডে নেছার আলী, একলাছুর রহমান, সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে বর্তমান মেম্বার ফেরদৌসি বেগম তানিয়া, ফাতেহা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ডে রুজিনা বেগম,রাশেদা বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডে আমিরুল নেছা, লক্ষী রানী দাশ, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য সুলতান আহমদ,৮নংওয়ার্ডে রুহুল আমীন, ৯নং ওয়ার্ডে সায়েস্তা খান, জুয়েল মিয়া,
রানীগঞ্জ ইউনিয়নে সাধারণ সদস্য ৩নং ওয়ার্ডেও বর্তমান মেম্বার মমরাজ হোসেন,৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নাজমুল হক, আব্দুল তাহিদ,কাপ্তান মিয়া, তেরা মিয়া, ৫নং ওয়ার্ডে রাজিব তালুকদার, তৌরিছ মিয়া, কাওছার আহমদ, ইছরাক আলী, ৬নং ওয়ার্ডে নসাদ আহমদ, মুজিবুর রহমান, কামাল উদ্দিন, ৭নং ওয়ার্ডে মিল্লাদ মিয়া, কমলা মিয়া, ৮নং ওয়ার্ডে মুকিদ মিয়া, নুরুল হক, ৯নং ওয়ার্ড জয়নাল আবেদীন। সংরক্ষিত ১,২,৩নং ওয়ার্ডে পেয়ারা হোসেন, মোছাঃ রুকসানা বেগম, ৪,৫,৬ রুপতেরা বেগম,৭,৮,৯নং ওয়ার্ডে নাইমা বেগম, কিবরিয়া বেগম, শিউলি আক্তার,হেলেনা বেগম। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে সৈয়দ জুয়েল মিয়া,৩নং ওয়ার্ডে সামছুল ইসলাম,জাহিদ মিয়া, ৫নং ওয়ার্ডে জিয়াউল হক দুদু,সৈয়দ রপু মিয়া, ৬নং ওয়ার্ডে ফজলুর রহমান, লেবু মিয়া,৭নং ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ,আব্দুস শহীদ, ৮ণং ওয়ার্ডে শহিদুল ইসলাম,৯নং ওয়ার্ডে আছাব উদ্দিন সংরক্ষিত ৪,৫,৬নং ওয়ার্ডে রহিমুল নেছা, ৭,৮,৯নং ওয়ার্ডে সাদিয়া বেগম, বাপ্পি রানী পালG আশারাকান্দি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুল আহাদ মদরিছ আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। সাধারণ ওয়ার্ড ২নং ওয়ার্ডে আব্দুর রব, জাবে চৌধুরী, ৪নং ওয়ার্ডে লিলু মিয়া, ৫নং ওয়ার্ডে জমির উদ্দিন, গোলাম মোস্তাক আলাল, ৭নং ওয়ার্ডে মোঃ নুমান আহমদ, আব্দুল মতিন, মোঃ ওলিউর রহমান, ৯নং ওয়ার্ডে আছন উল্যাহ মনোনয়ণ পত্র দাখিল করেন। পাইলগাঁও ইউনিয়ন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকলুছ মিয়া, সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে আম্বিয়া বেগম, রুশনা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে শরিফুল বেগম, কল্পনা রানী দাশ, মোছাঃ সুফিয়া বেগম, বুলন রানী দাশ, ছানরা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে সাবিয়া বেগম, সায়েলা বেগম, রুকেয়া বেগম, সাধারণ ১নং ওয়ার্ডে রকিব আহমদ, আব্দুল খলিল, ২নং ওয়ার্ডে আলাউর রহমান আলা, ৩ নং ওয়ার্ডে ফারুক মিয়া, আইিদ আলী, জমশেদ আলী, আবু বকর, আনছার মিয়া, ৪নং ওয়ার্ডেং আলী হোসেন,নুরুল ইসলাম চৌধুরী, খালেদ আহমদ, ৫নং ওয়ার্ডে ফজল মিয়া, কানন মিয়া, ৬ নং ওয়ার্ডে জাকির হোসেন সুনু মিয়া, নুরশ খা, আলী আকবর খান, ৭নং ওয়ার্ডে জিয়াউর রহমান, আবুল হোসেন, শামীম আহমদ, তমিজ উদ্দিন, ৮নং ওয়ার্ডে আলেক উদ্দিন, নুরুল খান, ৯নং ওয়ার্ডে সৈয়দ মশাহিদ আলী,জাকির হোসেন আলীম খান,আব্দুস সেমেদে,দুরদ মিয়া,সাব্বির মিয়া মনোনয়ন পত্র দাখিল করেন।
Leave a Reply