1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৩৬০ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি :: সামাজিক সংগঠন জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যামের উদ্যোগে এবারের জি,সি,এস,ই পরীক্ষায় উত্তীর্ণ ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার ওল্ডহ্যামের অভিজাত একটি ব্যাঙ্কুইট হলে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রায় ৩২ জন কৃতী শিক্ষার্থীদের জি,সি,এস,ই এচিভম্যান্ট এওয়ার্ড প্রদান করা হয়েছে, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অবিভাবক এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতিতে এওয়ার্ড প্রদান অনুষ্টানে শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের সঞ্চালনায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ইসমাইল হোসেন,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ডহ্যাম বারা কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন কাউন্সিলর ফজলুল হক, কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মোহন আলী, ও,বি,এ চেয়ার নজমুল ইসলাম , সংগঠনের উপদেষ্টাবৃন্দদের মধ্য থেকে আলহাজ্ব সমুজ মিয়া, আলহাজ্ব সৈয়দ সুরুক মিয়া, আলহাজ্ব আখলাকুল আম্বিয়া, আলহাজ্ব আরজু মিয়া, মামুনুর রশীদ চৌঃ, আলহাজ্ব হিরণ খান,সংগঠনের সাধারণ সম্পাদক আফাজ উদ্দীন।
এছাড়াও ডঃ শামিম মিয়া, ডঃ রফু মিয়া আল আমিন, মিসেস ওয়েনিক, ম্যাক গি, মোশারফ মিয়া, মুহিবুর রহমান সহ কমিউনিটি নেতৃবৃন্দ । ব্রিটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি জি,সি,এস,ই পরীক্ষায় তাদের অসাধারণ সফলতার স্বীকৃতি প্রদানই এই আয়োজনের মুল লক্ষ্য বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া আগত অতিথিরা এবং শিক্ষার্থীরা এধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব হিরা মিয়া, আলহাজ্ব আব্দুল কাদির, গোলাম মওলা নিক্সন, সামছুল ইসলাম রাজন, সুজাত উল্লাহ মিফতা, খালেদ আহমেদ, কবির হোসেন, মল্লিক আব্দুল মুহিত,বদরুল ইসলাম রফু, ইলিয়াস মিয়া, আনোয়ার হোসেন, সাব্বির আহমেদ খান, আব্দুর রব লিটন, আনা মিয়া, আব্দুল আহাদ প্রমুখ।
এওয়ার্ড অনুষ্টানের শেষ পর্যায়ে আগত অতিথিদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ দেওয়ান মহসিন উদ্দীন । ওল্ডহ্যাম বারার বিভিন্ন স্কুল থেকে যে সকল শিক্ষার্থীরা সম্মাননা পেলেন তাঁরা হলেন; ফাবিয়া চৌঃ, রুহুল আমিন, ফাবিহা আক্তার, তাহমিনা মিলি, মারিয়াম জান্নাত আক্তার, ফারজানা বেগম, তাহিদুর রহমান, মোসাম্মাত আক্তার, আব্দুল মুহিন, সৈয়দ ইজাজুল হক, আমিরাহ রহমান, তাহমিনা খানম, সুমাইয়া চৌঃ, মোহাম্মদ সালাম, জাবের আহমেদ , আফসানা খানম, আবিদা ফেরদাউস, মোসাম্মাহ বেগম, মহসিন খান, সাদিয়া ইসলাম ইভা, শাহ ফাহিম আজিম, আনিছা খান, হুমায়রা জামাল, সাজিয়া বেগম , মোঃ আবু বক্কর, হানিফা জান্নাহ খানম, শিলা বেগ্ম, আলী সিহাব আহসান, সাদিয়া খানম মনি, ফাইদুর রহমান, শেহনেওয়াজ চৌঃ ।
উল্লেখ্য এটা ছিল জগন্নাথপুর উপজেলা প্রবাসী সংঘ ওল্ডহ্যাম কর্তৃক তাদের দশম জি,সি,এস,ই এচিভম্যান্ট এওয়ার্ড অনুষ্টান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com