Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উপজেলা পরিষদে চুরি, মালামাল উদ্ধার, গ্রেফতার ১

ষ্টাফ রির্পোটার :: জগন্নাথপুর উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমানের কক্ষ হতে থেকে গত ০৮ নভেম্বর রাতে চুরি যাওয়া মনিটর চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃত চোরের নাম ফরিদ মিয়া (২৫)। সে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের উলুকান্দি গ্রামের কনর মিয়া পুত্র।
উপজেলা পরিষদ সুত্র জানান, রোববার রাতে রাধারমণ উৎসব চলাকালীন সময়ে নির্জনতার সুযোগ নিয়ে চোর ফরিদ পরিষদের সিএ মিজানুর রহমানের কক্ষের জানালা দিয়ে অভিনব কায়দায় মনিটরটি চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে অফিসের সিসি ক্যামেরার ফুটেজ থেকে চোর সনাক্ত করা হয়। দুপুরে ঐ চোর উপজেলা কমপ্লেক্সের ষ্টাফ কোয়াটারের সন্দেহজনকভাবে ঘুরাঘুরি এক পর্যায়ে নির্বাহী অফিসের নিরাপত্তা প্রহরী আবুল লেইচ ও হরেন্দ্র পাল তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে চোরের স্বীকারউক্তি অনুয়ারী চুরি যাওয়া মনিটর পুলিশ উদ্ধার করে।

Exit mobile version