স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের একটি রেস্টেুরেন্ট এর হল রুমে আয়োজিত কর্মী সভায় জাতীয় পার্টি জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি জগন্নাথপুর উপজেলার প্রবীন নেতা আশ্বাদ মিয়া। জাতীয় পার্টি উপজেলা শাখার সাধারন সম্পাদক ডা: আছকির খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম আহার, জাতীয় পার্টি নেতা হারুন মিয়া, জাতীয় পার্টি পাটলী ইউনিয়নের সভাপতি সুন্দর মিয়া, জাতীয় পার্টি পৌর শাখার ৮নং ওয়ার্ড সভাপতি ছালিক মিয়া, ৫নং ওয়ার্ড শাখার সেক্রেটারী আরব আলী, মীরপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলী নূর, জাতীয় পার্টি নেতা জুনাব আলী, ফারুক মিয়া, নজরুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাসুক মিয়া, শাহ সাবাল মিয়া, আব্দুল হাশিম, আব্দুর রউফ সারেং প্রমূখ। কর্মী সভায় সভাপতির বক্তব্যে উপজেলা জাতীয় পার্টি সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী বাংলাদেশের গ্রাম বাংলার উন্নয়নের রূপকার পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে দলীয় কার্যক্রমকে গতিশীল করে তুলতে জাতীয় পার্টির তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। এবং আগামী ১লা নভেম্বর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের সমন্বয়কারী এটি ইউ তাজ রহমান জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দেয়া সংবর্ধনা অনুষ্টানকে সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।