স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের ফলাফল মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা রোববার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ ও উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের আয়োজনে উপজেলার পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জাতি সংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপির) ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড, সহকারী কান্ট্রি ডিরেক্টর বেলারটা চেলার, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোজাম্মেল হক, ইন্টারন্যাশনাল কনসালটেন্ট থমাস হুইনডারেল,স্থানীয় সরকার সুনামগঞ্জের পরিচালক দেবজিৎ সিংহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের সিলেট জেলা ফ্যাসিলিটেটর, অসিম কুমার কর্মকার, সুনামগঞ্জ জেলা ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব খান,মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিম,উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন, উপজেলা জনস্বাস্থ্য অফিসার আব্দুর রব সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, জগন্নাথপুর আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, শ্রীরামসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, প্রমুখ। সভায় উপজেলা গর্ভন্যান্স প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যক্রম পর্যালোচনা ও সুফলভোগীদের মতামত শুনে ইউএনডিপির অফিসাররা সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের পক্ষে কর্মকর্তাবৃন্দ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন। প্রসঙ্গত ২০১২ সাল থেকে জনগনের সম্পৃক্ততায় উন্নয়ণ প্রকল্প বাস্তবায়নে জগন্নাথপুর উপজেলা পরিষদে উপজেলা গর্ভন্যান্স প্রকল্পর কাজ চলছে। গত বছর দেশ ব্যাপী চলমান গর্ভন্যন্স প্রকল্পের মূল্যায়নের ভিত্তিতে জগন্নাথপুুুর উপজেলা সন্তোষ্টজনক মান অর্জণ করায় এবার উপজেলা গর্ভন্যান্স প্রকল্প থেকে এ উপজেলায় সর্বোচ্চ ৭০ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে।
Leave a Reply