1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে উন্নয়ন মেলা উদ্বোধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

জগন্নাথপুরে উন্নয়ন মেলা উদ্বোধন

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭
  • ৭৩০ Time View

স্টাফ রিপোর্টার:: সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উপজেলা সদরের আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্টানিক ভাবে মেলার উদ্বোধন করেন। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন পায়রা ও বেলুন উড়িয়ে জগন্নাথপুরের উন্নয়ন মেলার উদ্বোধন করেন। জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলিছুর রহমান,জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামস উদ্দিন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুরসালিন, জগন্নাথপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব প্রমুখ।

সকালে উন্নয়ন মেলা উপলক্ষে এক বনাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রর্দক্ষিন করে। মেলায় বিভিন্ন দপ্তরের ৪০টি ষ্ঠল অংশ গ্রহণ করে। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান মজুমদার, মৎস্য অফিসার ওয়াহিদুল আবরার,পরিবার পরিকল্পনা অফিসার এখরামুল হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মখলিছুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন,উপজলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, দ্বিপক কান্তি দে দীপাল, মাছুম আহমদ,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন,সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,দিলোয়ার হোসেনসহ ভিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com