স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে খেলা ড্র হয়েছে।
বৃহস্পতিবার বিকেল চার টার দিকে জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ ষ্টেডিয়ামে সৈয়দপুর জুনিয়র একাশদ ও শাহারপাড়া এএসফি ফুটবল ক্লাবের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোন দল গোল করতে পারায় ম্যাচটি গোল শুন্য ড্র হয়।