Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর সন্মেলন ও কমিটি গঠন

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখার ষষ্ঠ সন্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা সদরের কাঞ্চনশিখা একাডেমিতে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সন্মেলনের উদ্বোধন করা হয়। পরে উদীচী শিল্পী গোষ্ঠী জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি সতীশ গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দেবের পরিচালনায় ‘শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে শ্লোগানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদীচী শিল্পী গোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জহির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান আসাদ,জাতীয় পরিষদ সদস্য অমিত দেব, সমাজকর্মী আশুতোষ দাশ,কাজল বণিক,নগেন্দ্র দাশ,নীরাময় রায়,মীনা রানী সরকার প্রমুখ সভায় সর্বসম্মতিক্রমে সতীশ গোস্বামী কে সভাপতি, জুয়েল দাশ কে সাধারণ সম্পাদক ও এস এম নাঈম কে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে জাতীয় পরিষদ সদস্য করা হয় সাংবাদিক অমিত দেব কে। নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে শপথ বাক্য পাঠ করান উদীচী শিল্পী গোষ্ঠীর সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জাগাঙ্গীর আলম। অনুষ্ঠানে উদীচীর শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। কমিটিতে সিনিয়র সহ সভাপতি দ্বিপক কুমার দেব, সহ সভাপতি কাজল বণিক,অমিত দেব,ফয়ছল আহমেদ, অনন্ত পাল, সহ সাধারণ সম্পাদক তপন সেন,নিরাময় রায়,সম্পাদক নগেন্দ্র দাস, মিন্টু মজুমদার, শাশ্বতী রায়,আঁখি চক্রবর্তী,মাধবী দেবনাথ, মীরা রানী পাল।

Exit mobile version