স্টাফ রিপোর্টার::
পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮ টা থেকে সকাল ৯টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অন্যান্য বছরের ন্যায় এবারও মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ঢল ছিল। জামাত শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি জগন্নাথপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।