স্টাফ রির্পোটার :: ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর উপজেলায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে ঈদের জামাত পড়ার লক্ষ্য উপজেলা প্রশাসনেরসহ পাড়া মহল্লার মসজিদগুলোতে সকল প্রস্তুতি গ্রহন শেষ হয়েছে। শুক্রবার সকাল আট টায় উপজেলা পরিষদের ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্টিত হবে। পৌরএলাকার ইকড়ইছ কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে ,ইকড়ছই শাহী ঈদগাহ , আছাবুন্নেছা জামে মসজিদ, জগন্নাথপুর জামে মসজিদ, কেশবপুর বড়খা জামে ও ইসাকপুর ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্টিত হবে।
উপজেলা সদর জামে মসজিদ,বলবল জামে মসজিদ, ভবানীপুর জামে মসজিদ, ভবেববাজার জামে মসজিদ, লুদরপুর জামে মসজিদ ও ইনাতনগর জামে মসজিদে সকাল সাড়ে আটায় ঈদের জামাত অনুষ্টিত হবে অনুষ্টিত হবে। সকাল সাড়ে সাতটায় শেরপুরজামে মসজিদ, কেশবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ ও ছিক্কা জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্টিত হবে।
Leave a Reply