Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইয়াং স্টার’র সাধারন সভা অনুষ্ঠিত

মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগটন জগন্নাথপুর ইয়াং স্টার কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সাধারণ সভা শুক্রবার মাহিমা রেস্টুরেন্ট অনুস্টিত হয়।
সদস্য সচিব জুনেদ আহমদ পরিচালনায় এতে বক্তব্য রাখেন আকমল আহমদ ভুঁইয়া, শাহ রুহেল, আবু হেনা রনি, জহিরুল ইসলাম আলাল, আব্দুল মুকিত,রেজুওয়ান কোরেশী, জহুর মিয়া, সায়মন, নুরুল ইসলাম মাহির,আবেদ মল্লিক।
উপস্থিত ছিলেন: শেখ মামুন মিয়া, কে এম জামাল,টিপু সুলতান, মাহফুজ রেজা, এন ইসলাম নাঈম, মামুন রশিদ,আমীর আলি, লুতফুর রহমান সুহেব, সাহেদ রানা, রুহুল আমিন, শাহরিয়ান, আমীর আলি, কাশেম,সুবেদ ইমরান, অলিউর রহমান, আবু সহিদ, সোলেমান, জিল্লু রহমান, রুবেল মিয়া, নুর আহমদ, জুম্মান,বাচ্চু মিয়া রবিন।
সভায় সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার সাধারণ সভা অনুস্টিত হবে।
প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version