Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে ইয়াং স্টারের নতুন কমিটি গঠন ও সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মানবতার কাজে নিয়োজিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “জগন্নাথপুর ইয়াং স্টার” এর নতুন কমিটি ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজারের এক পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রনি রাজ।
সংবর্ধিত অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর ইয়াং স্টারের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আংগুর মিয়া, ইয়াং স্টারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক।

অতিথি হিসেবে বক্তব্য দেন, সমাজসেবক এনামুল হক তালুকদার, জগন্নাথপুর ইয়াং স্টারের উপদেষ্টা আকমল হোসেন ভূঁইয়া, নুর আহমদ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, জগন্নাথপুর ইয়াং স্টারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক শাহজাহান সিদ্দিকী, সদস্য জুয়েল হোসেন, সাদিক আলম, তৈয়বুর রহমান।
পরে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এদিকে, সর্বসম্মতিক্রমে নুর আহমদকে সভাপতি ও জয়নুর আহমদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর ইয়াং স্টারের নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,

Exit mobile version