জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ইয়াংম্যান ক্রিকেট লীগ YCL সিজন ২ এর ফাইনাল ম্যাচ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ব্লাক ডায়মন্ড কে ৬ উইকেট হারিয়ে মাহা চেলেন্জার ইয়াংম্যান ক্রিকেট ক্লাব শিরোপা জিতে নেয়।
স্থানীয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে সৈয়দ আবু বক্কর এর সভাপতিত্বে ও মাওলানা মারজান কোরেশীর পরিচালনায় পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির মিয়া, স্থানীয় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব কামালী। এ সময় অ্ন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন কোরেশী ,ফিরুজ মিয়া,সৈয়দ ফারুক মিয়া (কালা) সৈয়দ মনোয়ার আলী,ফয়জুন্নুর কোরেশী,সৈয়দ ছালিক মিয়া,সৈয়দপুর শাহার পাড়া ২নং ওয়ার্ড ইউ/ সদস্য সৈয়দ এমদাদ, শৈয়দ মুছাব্বির,মোঃ আনোয়ার কোরেশী, ইউনুছ আহমদ,ফারুক কামালী,সৈয়দ আনোয়ার আলী, সৈয়দ ইছাক আহমদ,আব্দুল কাদির মিটন,সৈয়দ হিলাল আহমদ,জয়নুল কোরেশী,সৈয়দ আনিছুর রহমান, সৈয়দ নুর আলী,সৈয়দ নেওয়াজ আহমদ,মোঃ গুলজার কোরেশী,আবু ইছা,সৈয়দ রাজু,সৈয়দ ছাবির , রাছেল,মোঃ সুজেল মিয়া, আছাদ আহমদ,আয়ুব, আলামিন,দিদার কোরেশী প্রমুখ। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্পন্সর করেছেন সৈয়দপুর যুবপরিষদ নর্থইষ্ট ইউকে সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মেঃ মকসুদ কোরেশী।
প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply