স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এদিকে সকাল থেকে জগন্নাথপুর পৌরএলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল সম্মেলনের সভাস্থলে আসছে। এসময় জয় বাংলা শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে উপজেলা সদর এলাকা।
আজ বুধবার উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ ৮ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করা হয়েছে। সকাল ১০টার দিকে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অতিথিরা সভার মঞ্চে এখন আসেনি। এ কারণে সম্মেলন শুরু হতে বিলম্ব হচ্ছে বলে নেতাকর্মীরা জানান।