বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক
সম্মেলন আজ। সকাল ১০টায় উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকছেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ডা: মুসফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খাঁন। উদ্বোধক থাকছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিতব্য এ সম্মেলন কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দিপনা বিরাজ করছে।বিল-বোর্ড, ব্যানার ও পোষ্টেরে ছেয়ে গেছে উপজেলা সদর। অতিথিরদের শুভেচ্ছা জানিয়ে শতাধিক তোরণ নিমার্ণ করা হয়েছে।পাশাপাশি পদপদবি প্রত্যাশিদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়েছে। স্থানীয় পর্যায় থেকে কেন্দ্রীয় হাই কমান্ডে চলছে জোর লবিং।
দলীয় নেতাকর্মীরা জানান,২০১৪ সালের ২১ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে আকমল হোসেন সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক করা হয়।দুই বছর পর ২০১৬ সালে
৬৭ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর মেয়াদপূর্তিতে একধিকবার সন্মেলনের দিনক্ষণ ঠিক হলেও দলীয় কোন্দলসহ নানা করণে সন্মেলন আর হয়নি। সর্বশেষ গত মে মাসে সম্মেলন হওয়ার সিদ্ধান্ত হয়। ওই সময় বন্যা পরিস্থিতির কারণে ফের স্থগিত হয়ে যায় সম্মেলন।
৯ নভেম্বর জেলা আওয়ামী লীগ ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের ঘোষনা দেন।এবারের সন্মেলন কে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
এদিকে সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি আকমল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান
সহ সভাপতি আনহার মিয়া, সিরাজুল হক, সাবেক সহ সভাপতি হারুন রাশীদ ও সদস্য আকমল খান।
সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজাউল করিম,যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমেদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র,মীরপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাহবুবুল হক শেরিন সৈয়দপুর শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক মিন্টু রঞ্জন ধরের নাম আলোচনায় রয়েছে।
সুত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই ধারায় বিভক্ত জগন্নাথপুরের আওয়ামী লীগ। যার এক ধারায় রয়েছে স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও অপর ধারায় রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ ডন অনুসারী। এ দুই বলয়ের সভাপতি ও সম্পাদক পদে প্রার্থী রয়েছেন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু
বলেন,সন্মেলন সফল করতে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এদিনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর উচ্ছ্বাস বিরাজ করছে।