Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি সার্বিক ব্যবস্হাপনা কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সম্মেলন সফল করার লক্ষে এক প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন কে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, রেজাউল করিম রিজু, আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, সিরাজ উদ্দিন মাষ্টার, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়,বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, বিজন কুমার দেব, আব্দুল জব্বার, মিন্টু রঞ্জন ধর। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ নেতা আকমল খান কে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট অর্থ কমিটি ও আব্দুল কাইয়ুম মশাহিদ কে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট অভ্যর্থনা কমিটি গঠন করা হয়।

প্রসঙ্গত, বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ হোসেন এর উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির জেলার সকল উপজেলার সন্মেলনের দিনক্ষণ চুড়ান্ত করেন। যার প্রেক্ষিতে ১৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Exit mobile version