স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুস সামাদ আজাদের ৯৮তম জন্মদিন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আজ বুধবার দুপুরে দলীয় কার্যালয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সামাদ আজাদের ঘনিষ্ট সহচর জনাব সিদ্দিক আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন রাশীদ, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, হাজী জমশেদ মিয়া তালুকদার, সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, মনু মোঃ মতচ্ছির আলী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ কদরিছ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি ফজলুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ রুহেল, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, সদস্য সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব খান, বন ও পরিবেশ সম্পাদক জালাল হোসেন (কদ্দুছ কামালী), কাউন্সিলর মোঃ আবাব মিয়া, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ সোহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি কুতুব উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, চিলাউড়া হলদিপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আলা উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ সালেহ আহমদ ছোট মিয়া, পৌর আওয়ামী লীগ নেতা মোঃ ইউনুছ মিয়া, যুবলীগ নেতা নজরুল ইসলাম, রমজান আলী ছানা, আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোতাহীর আলী, প্রচার সম্পাদক আক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন সামাদ আজাদ এই অঞ্চলে জন্মগ্রহণ করে স্বীয় কর্মের মাধ্যমে আমাদেরকে দেশ-বিদেশে পরিচিতি করে তুলেছেন। তিনির নেতৃত্বে জগন্নাথপুর তথা বৃহত্তর সিলেট অঞ্চল আওয়ামী লীগের দূর্গ হিসেবে গড়ে উঠে। তিনি আমৃত্যু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনসহ দেশ গঠনে অগ্রনী ভূমিকা রেখেছেন।
পরে কেক কেটে প্রয়াত জাতীয় এই নেতার জন্মদিন উদযাপন করা হয়।
উল্লেখ্য যে, ক্ষণজন্মা পুরুষ প্রয়াত সামাদ আজাদ ১৯২২ সালে ১৫ জানুয়ারি জগন্নাথপুর উপজেলাধীন ভূরাখালী গ্রামে জন্ম গ্রহণ করেন।
Leave a Reply