স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আজ শনিবার পৌরশহরের কামাল কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থাকবেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমনসহ জেলা আওয়ামী লীগের র্শীষ নেতৃবৃন্দ।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাহে রামাদ্বন উপলক্ষে বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় কামাল কমিউনিটি সেন্টারে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীএম,এ মান্নান মহোদয়সহ জেলা আওয়ামী লীগের সভাপতি/সাধারন সম্পাদকসহ দলের র্শীষ পর্যায়ে নেতৃবৃন্দ যোগদান করবেন। কর্মসুচী সফল করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।
# তাং ০৮-০৬-২০১৮
Leave a Reply