স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রস্তাবিত আশ্রায়ণ প্রকল্পের সরকারি খাস ভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ রোববার (১০ অক্টোবর ) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাজেদুল ইসলাম ও সরকারী কমিশনার (এসিল্যান্ড) অনুপম দাস এর যৌথ নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি মোকামপাড়া এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অগ্রাধিকার প্রকল্প প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নেয়া হয়েঝে। এ প্রকল্পের আওতায় ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মূল হতদরিদ্র মানুষের জন্য ৫০টি ঘর নির্মাণ করা হবে। ওই প্রকল্পে সরকারি খাস ভূমিতে চলতি সপ্তাহে অবৈধভাবে একটি ঘর নির্মাণ করা হয়। এখবর পেয়ে স্থানীয় প্রশাসনের পক্ষে উচ্ছেদ অভিযান চালিয়ে গতকাল ওই ঘরটি ভেঙে দেওয়া হয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম।
Leave a Reply