Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আল আকসার ইমাম: বিশ্বে ছড়িয়ে দিতে হবে ইসলামের বানী

স্টাফ রিপোর্টার::
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী বলেছেন, ইসলাম আর ঈমান নিয়ে শুধু ঘরে বসে থাকলে হবে না। ইসলামের প্রচার সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বর্তমান বিশ্বে ৮ বিলিয়ন মানুষ বাস করে। এরমধ্যে মাত্র ২ বিনিয়ম মুসলমান। বাকী ৬ বিলিয়ন অমুসলিম। বিশ্বে অমুসলিমের সংখ্যা বেশি। ছড়িয়ে দিতে হবে ইসলামের বানী। গত রোববার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রওজাতুল উলূম নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসার ৫০ বছর পুর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি মহা-সম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, পৃথিবী সৃষ্টিকাল থেকে আমাদের পূর্ব পূরুষরা ইসলাম প্রচার করে গেছেন। বিশ্ব নবী ও শেষ নবী হয়রত মুহাম্মদ (সা:) মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। আমাদেরকেও এ ইসলামের দাওয়াত চালিয়ে যেতে হবে। তা না হলে আল্লাপাকের কাছে আমরা জবাব নিতে পারব না। বিশ্ববরন্য ওই ইমাম বলেন, ইংল্যান্ডের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল জুড়ে মসজিদ মাদরাসার বিস্তার ছড়িয়ে আছে। শুধু ইংলান্ড নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশসহ সারা দুনিয়ায় মুসলমান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আল্লাহর কল্যাণ অর্জন করতে হলে আর শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই বলে তিনি মন্ত্রব্য করেছেন। প্রধান মেহমানের এ বক্তব্য বাংলা ভাষায় অনুবাদ করেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ফরিদ আহমদ খান। মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক ইসলামি এ মহা-সম্মেলনে বক্তব্য দেন, মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব (ঢাকা), মাওলানা জসিম উদ্দিন রাহমানী (ঢাকা), মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী (ঢাকা), মাওলানা ফরিদ আহমদ খান (লন্ডন), ড. প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ (লন্ডন), মুফতি শায়খ আব্দুল মুস্তাকিম (লন্ডন), মাওলানা শায়খ ফয়েজ আহমদ (লন্ডন), শায়খ মুহাম্মদুল্লাহ বিন হাফিজ (কাতার), মাওলানা ইউসুফ আমিনী (কানাডা) সহ দেশবিদেশের খ্যাতিমান বক্তারা।

Exit mobile version