Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আলোচিত আনন্দ হত্যাকাণ্ড, এক মাসেও রহস্য উদঘাটন হয়নি

জগন্নাথপুর পৌরশহরের ফটো স্টুডিও’র মালিক আনন্দ সরকার (২৩) হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও হত্যার রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০১৯ সালের ৫ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদের পাশে পৌরশহরের কমিউনিটি সেন্টার এলাকায় আনন্দ ডিজিটাল স্টুডিও’র মালিক আনন্দ সরকারের জবাইকৃত মরদেহ তাঁর দোকানঘর থেকে উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যার পর দোকানঘর তালাবদ্ধ করে পালিয়ে যায়। আনন্দ সরকারের মোবাইলফোনটি খোয়া যায়। ওই দিন সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশের ক্রাইন সিন ইউনিট এর একটি দল ঘটনাস্থল পরির্দশন করে। তবে কোন ধরনের আলামত পাওয়া গেছে কীনা এবিষয়ে পুলিশ কোন তথ্য জানায়নি।

মামলার বাদি নিহতের বড় ভাই জীবন সরকার জানান, কারা আমার ভাইকে হত্যা করল, কেন করল কিছুই জানি না। হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হলেও পুলিশ হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) নব গোপাল দাস জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যবসায়ী আনন্দ সরকারের মোবাইল ফোন উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা করছে।

Exit mobile version