স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার পূর্বক আলোচনাসভা প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান।
সভায় প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম,এ মান্নান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গেলে দেশে ও জাতির কল্যান সাধিত হয়। বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের চাকা সচল রাখতে আগামী সংসদ নিবার্চনী নৌকা প্রতিকে ভোট দিয়ে এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, সকল ভেদাভেদ ভুল ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন। সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট সৈয়দ শামিম আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, মিডল্যান্ড আওয়ামীলীগ সভাপতি আকমল খাঁন, জেলা পরিষদের সদস্য সাবিনা সুলতানা হালিমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামস উদ্দিন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রফিকুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ।
Leave a Reply