Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আরো দুজন করোনা শনাক্ত

Corona Virus In Red Background - Microbiology And Virology Concept - 3d Rendering

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন করে আরো দুইজন শনাক্ত হয়েছেল।

শনিবার (১৭ এপ্রিল) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুইজনের করোনা পজেটিভ আস।

আক্রান্ত দুইজন জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে  জানান,জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তারমধ্যে সুস্থ আছেন ১৯৪ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। নতুন করে গত বুধবার ৬ জন ও শনিবার ২জনসহ আক্রান্ত ৮জনের মধ্যে ৭জন হোম আইসোলেশনে ও ১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ৪৫০০ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১৩০০ জন।তিনি করোনার দ্বিতীয় ধাক্কা থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়াও জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের মাধ্যমে করোনা ভাইরাস সনাক্তের সুযোগ রয়েছে জানিয়ে করোনা উপসর্গ দেখা দিলে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেন।

Exit mobile version