Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আরো দুজন করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আরো দুইজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের একজন কলকলিয়া ইউনিয়ন এবং অপরজন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বাসিন্দা।
আজ শনিবার (৫ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তির ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত ২৩৫ করোনায় আক্রান্ত হয়েছেন।তারমধ্যে সুস্থ আছেন ২২৩ জন, মৃত্যু বরণ করছেন ১ জন। ১০জন আছেন হোম আইসোলেশনে এবং ১জন হাসপাতাল আইসোলেশনে রয়েছেন।

Exit mobile version