স্টাফ রির্পোটার :: –
জগন্নাথপুর পৌর শহরে একটি আবাসিক হোটেলে ধর্ষনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকা থেকে আবুল কাসেম (৩৫) নামে এক যুবককে আটক করেছে। সে পৌর এলাকার ইকড়ছই পারুয়াবাড়ি গ্রামের আবদুল খালিকের পুত্র। মামলার প্রধান আসামী সেলন মিয়াকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি।
জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, আবাসিক হোটেলে মহিলা ধর্ষনের ঘটনায় কাসেম নামে একজন কে আটক করা হয়েছে। মামলার অপর আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত দিরাই উপজেলার জগদল ইউনিয়নের জগদল (নারাইনকুড়ি) গ্রামের কবির মিয়া তার স্ত্রীকে নিয়ে গত বুধবার রাত ৯টায় রাত্রি যাপনের জন্য সানলাইট আবাসিক হোটেলে একটি রুম ভাড়া নেন। ওই রাতে পৌরএলাকার ইকড়ছই গ্রামের তাজউল্লার পুত্র বখাটে সেলন মিয়ার নেতৃত্বে ৩/৪ অজ্ঞাত যুবক রুমে প্রবেশ করে অস্ত্রের মুখে ধর্ষিতার স্বামীকে বেধেঁ জোরপূর্বক ধর্ষন করে। এর পর অজ্ঞাত বখাটেরা পালাক্রমে ধর্ষনের চেষ্টা চালাতে গেলে মহিলা হোটেলের ছাদ থেকে নিচে লাফ দেন। এ সময় তিনি গুরুত্বর আহত হন। এ ব্যাপারে ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।