স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে আবারও ষাড়ের লড়াই বন্ধ করে দিয়েছে পুলিশ। বুধবার উপজেলার আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর বাজার সংলগ্ন মাঠে অনুষ্টিত ষাড়ের লড়াই বন্ধ করে দেয় পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, হাইকোর্টের নির্ষেধাজ্ঞা অমান্য করে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ইমরান হোসেনের মালিকানাধীন ষাড়ের সঙ্গে ও আশারকান্দি ইউনিয়নের নয়াবন্দর গ্রামের বাদশা মিয়ার ষাড়ের লড়াই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় কিছু লোক। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ষাড়ের লড়াই বন্ধ করে দেয়।
জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে “জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’ কেবলেন, ‘‘ষাড়ের লড়াই চলাকালে পুলিশ ঘটনাস্থলে পৌছিলে লড়াই বন্ধ করে আয়োজকরা পালিয়ে যায়।