স্টাফ রিপোটার :: স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের দশম মৃত্যু বার্ষিকী সোমবার তাঁর জন্মস্থান জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা কোর্ট জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের পর দলীয় অফিসে এক স্মরণসভা অনুষ্টিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিতে ¡ ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কবির মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, সৈয়দ সাব্বির আহমদ, আফছর উদ্দিন,হাজী আব্দুল জব্বার, আনফর উল্যাহ, আব্দুল মালিক,হাজী সুন্দর আলী,জমসেদ মিয়া তালুকদার, দ্বিপক কুমার দে দীপাল উপজেলা যুবলীগ আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন লালন,মাহবুবুর রহমান,সাইফুল ইসলাম রিপন,নজরুল ইসলাম,এম ফজরুল ইসলাম,পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান,সুজিত কুমার দে, যুবলীগ নেতা আব্দুল বারিক, শিশু মিয়া,মমরাজ হোসেন রাজ, বাদশা মিয়া,রাসেল আহমদ চৌধুরী,আব্দুল আহাদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহ সাহেদুর রহমান, রুমেন আহমদ, আব্দুল মুকিত,সাফরোজ ইসলাম,ফাহাদ আহমদ, তানভীর আহমদ, আজমল হোসেন মিঠু, জসিম উদ্দিন প্রমুখ।। এছাড়া মরহুমের গ্রামের বাড়ি ভূরাখালিতে পারিবারিকভাবে কোরানখানি, মিলাদ দোয়া ও শিরনী বিতরণ করা হয়। আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদের উদ্যোগে মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রধান তিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেছেন, আব্দুস সামাদ আজাদ ছিলেন বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে জাতীয় রাজনীতিতে আজো আমরা শুন্যতা অনুভব করি। তিনি সামাদ আজাদের রাজনৈতিক প্রজ্ঞার কথা তুলে ধরেন বলেন, আব্দুস সামাদ আজাদরা ক্ষনজন্মা। তিনি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন তাঁর নীতি আর্দশের মধ্য দিয়ে।
Leave a Reply