স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও দূর্নীতি বিরোধী কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত সভা বক্তব্যে দেন
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোহবার হোসেন, পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ,জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার ,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মুহিবুর রহমান, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল হাই প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।