স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জগন্নাথপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর সমন্ধয়ক লায়লা বেগম, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।