স্টাফ রিপোর্টার:: পূর্ব বিরোধের জের ধরে এক হাঁসের খামারির প্রায় আট শতাধিক হাঁস হাওর থেকে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেড়ি গ্রামের মরম আলীর ছেলে ইনজেদ মিয়ার সাথে বেতাউকা গ্রামের জিয়াউর রহমানের পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে জিয়াউর রহমান বুধবার নলুয়ার হাওর থেকে জিয়াউর রহমানের প্রায় আট শতাধিক হাঁস চুরি করে নিয়ে যায়। ইনজেদ মিয়া অভিযোগ করেছেন, তার প্রতিপক্ষ জিয়াউর রহমানই হাঁসগুলো চুরি করে দিরাই উপজেলার দিকে নিয়ে গেছে। বিষয়টি তিনি নিশ্চিত হয়ে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ও থানা পুলিশকে অবহিত করেছেন।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া জানান, পূর্ববিরোধের কারণে হাঁস চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে সুরাহা করার দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তিনি ইউপি সদস্য তা সমাধান করতে পারেননি।পরে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার এএসআই শাহজামাল জানান, হাঁসগুলো চুরি করে জগন্নাথপুর উপজেলা থেকে অন্যত্র নিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাঁস উদ্ধার ও মামলার প্রক্রিয়া চলছে। উল্লেখ্য জিয়াউর রহমান এর আগে সন্ত্রাসী হামলা চালিয়ে ইনজেদ মিয়াকে মারধর করে। জিয়াউরের বিরুদ্ধে চুরি ও বখাটেপনার অভিযোগ রয়েছে।
Leave a Reply