Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আটঘর উন্নয়ন সংস্থার উদ্যোগে শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন

জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন ৩৩নং আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ শুক্রবার শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে সংস্থার সভাপতি লিতু খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এম সুলতান মিয়ার পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়।
এতে
প্রধান অতিথি বক্তব্য দেন ৩নং মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন,বিশেষ অতিথির বক্তব্য দেন
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা
রাপ্রুচাই মারমা, বিশিষ্ট মুরুব্বী মাষ্টার মঈনুদ্দিন খান,আটঘর জামে মসজিদের মোতায়াল্লী আব্দুল সহিদ খান,যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন
আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্শেদ খান,প্রধান শিক্ষিক সুনীল চন্দ্রনাথ!

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বী হাজী সিদ্দেকুর রহমান খান,জানাব খান,সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিব খান,রুফু খান,নাহিদ খান,জাহান খান,যুগ্ন সাধারণ সম্পাদক রুকন খান(শিশু)সহ সাংগঠনিক সম্পাদক লুকু খান,কোষাধ্যক্ষ হাসানুর রহমান খান,সহ ক্রীড়া সম্পাদক আফজল খান,সহ দপ্তর সম্পাদক রুবেল মিয়া,সহ ধর্ম বিষয় সম্পাদক তোফায়েল খান,সিনিয়র সদস্য সফি খান,ও সানুর আলী।
পরে দোয়া পরিচালনা করেন আটঘর জামে মসজিদের মুহাজ্জিম মাওলানা ফয়জুর রহমান।

আটঘর ক্রীড়া ও উন্নয়ন সংস্থার সভাপতি লিতু খান জানান, আমাদের সংস্থা এ এলাকার প্রবাসিদের অর্থায়নে
১ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্থর স্থাপন করেছি। নির্মাণ কাজে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

Exit mobile version