সুহেল হাসান :: জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রামের একটি মাছের ফার্মে ফাঁদ পেতে এলাকাবাসী কর্তৃক আটককৃত চিতা বাঘটি মঙ্গলবার বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী জানান, ফাঁদ পেতে বাঘটিকে আটক করা হলে বাঘ নিয়ে এলাকাবাসী বিপাকে পড়েন। কয়েকদিন আটককৃত বাঘটি কাঁচায় রাখার পর উপজেলা প্রশাসনের মাধ্যমে যোগাযোগের পর বাঘটিকে সুনামগঞ্জ বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply