স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্য়ন্ত বিদ্যুৎ থাকবে না। স্থানীয় বিদ্যুৎ প্রকৌশল অফিস সূত্র জানায়, জগন্নাথপুর পৌর শহরের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কাজ চলছে। যে কারণে শুক্রবার সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। জগন্নাথপুর উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রাহকদের সাময়িক অসুবিধার কথা আমরা মাইকিং করে জানিয়েছি। তিনি জানান, জগন্নাথপুরে বৈদ্যুতিক সাবষ্ট্রেশন হওয়ার পর নতুন লাইন ও খুঁটি সংযোগের কাজ চলছে। সঞ্চালন লাইনের কাজের জন্য শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পযন্ত বিদ্যুৎ থাকবে না। তবে সন্ধ্যার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।