স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় আজ রোববার ( ৭ ফেব্রুয়ারি) থেকে জগন্নাথপুর উপজেলায়ও করোনাভাইরাস এর টিকাদান শুরু হবে। ওই দিন উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে তিনটি কেন্দ্রে একযোগে শুরু হবে এই টিকাদান কার্যক্রম।
উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স সুত্র জানায়,প্রথম ধাপে উপজেলায় ৮ হাজার ৮শ’ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে। এরমধ্যে ৪ হাজার ৪শ’ জনকে এই ভ্যাকসিন দুইবারে দেওয়া হবে। প্রথম টিকা দেওয়ার ২৮ দিনের পর দ্বিতীয় টিকা দেওয়ার মাধ্যমে করোনা ভাইরাসের ডোজ প্রদান সম্পন্ন হবে। তবে পর্যাক্রমে আরও ভ্যাকসিন পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি টিকাদান টিমের মাধ্যমে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে। তবে প্রথম দিন সকাল ১১টায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স টিকাদানের উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে। এরমধ্যে ১৩০ জন নিবন্ধন করেছ্ন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুদর ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, টিকাদান কর্মসূচি সফল করতে ইতিমধ্যে প্রশিক্ষণসহ সকল প্রস্তুতি সম্পন্ন গ্রহণ করেছি আমরা ।
তিনি জানান, প্রতিটি টিকাদান কেন্দ্রে দুইজন প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক থাকবে।