Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আজ আসছেন মামুনুল হক

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজ বৃহস্পিতবার শায়খুল হাদীস মাওলানা মুহাম্মদ মামুনুল হক আসছেন।
তিনি এদিন সকাল সাড়ে ১০টায় স্থানীয় পৌর পয়েন্টে বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন্যা দুর্গতদের জন্য দুয়া ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়া কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন। পরে প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা শহরে একটি সমাবেশে যোগদান করবেন।

এদিকে জগন্নাথপুরের কর্মসুচি সফল করতে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার  ও সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার জানিয়েছেন।

Exit mobile version