স্টাফ রিপোর্টার: ::জগন্নাথপুরে মোটর সাইকেল চোর সিন্ডিকেট চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে চুরি যাওয়া দুই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, গিয়াস উদ্দিন(২৫), তাজউদ্দিন আহমদ(৩৬), আব্দুস সোবহান (২৮), মোঃ স্বপন মিয়া(২৭), আব্দুল কাসেম(৫০) , মারুফ মিয়া(২৮) ও পারভেজ, (৩০)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত সিলেটের জকিগঞ্জ,বড়লেখা, হবিগঞ্জের মাধবপুর,গোলাপগঞ্জসহবিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে স্থানীয় জনসাধারণনের সহযোগীতায় জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান ও এস.আই মঈন আহমদের নের্তৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। উল্লেখ্য সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি হয়। অতিসম্প্রতি জগন্নাথপুর গ্রামের শিক্ষানুরাগী আজাদ আলীর বাড়ি থেকে গ্রীল কেটে তার নিজের ব্যবহৃত মোটর সাইকেল চুরি যায়। তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে চোর সনাক্ত করে পুলিশ অভিযানে নেমে ৭ জনকে আটক ও ২টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। উদ্ধারকৃত মোটর সাইকেলের একটি বড়লেখা ও আরেকটি গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন থেকে উদ্ধার করা হয়েছে। আজাদ আলী জানান, সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে চোর সনাক্তের পর অভিযানে নেমে বড়লেখা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তিনি জানান,চোরেরা প্রথম দিন অবস্থান দেখতে গিয়ে সিসি ক্যামেরায় ধরা পড়ে। দ্বিতীয় দিন অপারেশন চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় সিসি ক্যামেরায় অন্ধকার দৃশ্য থাকায় সনাক্ত করতে কষ্ট হয়। এদিকে মোটর সাইকেল চোরচক্রের সন্ধানের সূত্র ধরে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিকরা ভীড় করছেন। ভাতগাঁও গ্রামের সুবাস বৈদ্য জানান, তার মোটরসাইকেলটি সম্প্রতি বাড়ি থেকে চুরি যায়। ওই চোরচক্র চুরি করেছে বলে স্বীকার করেছে। তিনি আশাবাদী পুলিশের তৎপরতা অব্যাহত থাকলে তার মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব
জগন্নাথপুর থানার ওসি আসাদাজ্জামান জানান,মোটর সাইকেল চোরচক্রের সন্ধান মিলেছে। ৭ জনকে আটক করা ও ২টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।