স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুরে আজকের নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের আরএফসি পার্টি সেন্টারে জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেবের পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইকড়ছই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম। বক্তব্য দেন আজকের নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরীর,আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জজ কোটের পিপি বিশিষ্ট রাজনীতিবীদ শিক্ষানুরাগী এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ জেলা বারের বিশিষ্ট আইনজীবী এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, ইকড়ছই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম,ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির, কেশবপুর এডুকেশন ট্রাষ্টের সভাপতি বশির মিয়া।অন্যানের মধ্যে বক্তব্য দেন নলজুর পত্রিকার নির্বাহী সম্পাদক কবি সালাউদ্দিন মিটু, জাপা নেতা দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, হিফজুর রহমান তালুকদার জিয়া, গোলাম সারোয়ার, উপস্থিত ছিলেন সাংবাদিক গোবিন্দ দেব, হুমায়ুন আহমেদ, ইকবাল হোসাইন, আল আমিন,আব্দুল মুকিম,রাজনৈতিক নিজাম উদ্দিন, দিলু মিয়া, নাসিম হোসাইন রুহেল,জাকির হোসেন,সমাজসেবক জাগাঙ্গীর বলম,আনসার মিয়া প্রমুখ
মতবিনিময় সভায় আজকের নলজুর পত্রিকার উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিসবাহ উদ্দিন চৌধুরী বলেন আমাদের আজকের নলজুর পত্রিকা জগন্নাথপুরের ইতিহাস ঐতিহ্য বিভিন্ন সমস্যা সহ বিভিন্ন অনিয়ম তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ।
ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক এম এ কাদির, বলেন, কোন অবস্থাতেই ৭১ এর চেতনাকে বাদ দিয়ে ৫ আগষ্টের চেতনাকে বড় করে দেখা যাবে না।তিনি বলেন ৫ আগষ্টের চেতনাকে সন্মান করি কিন্তু ৭১ এর মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয়।
সুনামগঞ্জ জেলা বারের বিশিষ্ট আইনজীবী এপিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন বলেন, সাংবাদিকতা একটি সন্মানজনক পেশা এ পেশার মান ধরে রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপি সভাপতি ও শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাষ্টার,বলেন আজকের নলজুরের পত্রিকা পরিবারের প্রতি আমাদের দাবী থাকবে সাদা কে সাদা কে কালো কে কালো যেন বলে।
সুনামগঞ্জ জজ কোটের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, বলেন, ৫ আগস্টের পট পরিবর্তন ও বিগত স্বেরাচারী সরকারের পতন থেকে শিক্ষা নিতে হবে। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লেখার ক্ষেত্রে যদি সাংবাদিকরা অন্যায় হয়রানি শিকার হন আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পাবেন। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ভূমিকা অব্যাহত রেখে নিভয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
জগন্নাথপুর প্রেসক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমেদ সমাপনী বক্তব্যদে সবাই কে অভিনন্দন জানিয়ে পেশার দ্বায়িত্ব পালনে সবাই ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
সভার শেষ দিকে আজকের নলজুর পত্রিকার উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা কে নলজুর পরিবারের পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অতিথিদের সঙ্গে নলজুর পত্রিকার বার্তা সম্পাদক বিপ্লব দেবনাথ সহ জগন্নাথপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।