স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে অগ্নিকান্ডে ঘটনায় ৫টি মূর্তি পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বুধবার রাত ৮ টার দিকে শহরের জগন্নাথপুর-সিলেট মিনিবাস ষ্ট্যান্ড এলাকার বাসিন্দা কৃষ্ণ গোপাল দাসের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই বাড়ির মন্দিরঘরে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ততক্ষনে মন্দিরঘরের থাকা বিভিন্ন দেব-দেবীর ৫টি মূতি পুড়ে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা নব কুমার সিংহ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বড় ধরনের ক্ষতি হওয়ায়র পূর্বে আমরা আগুন নিয়ন্ত্রনতে সক্ষম হয়েছি।