স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে।
শনিবার ( ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার পাইলগাওঁ ইউনিয়নের কাতিয়া মাদ্রাসা মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ব্যবসায়ী গুলজার হোসেনের তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে।
পাইলগাও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজমুউদ্দিন বলেন, কাতিয়া মাদ্রাসা মার্কেটের তুলার দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে॥ এরপর পাশের রাইস মিলেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রন আনলেও
ততক্ষনে তুলার দোকান, রাইস মিলসহ চারটি দোকানঘর পুড়ে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘন্টাব্যাপি প্রাণপন চেষ্ঠার পর আগুন নেভাতে সক্ষম হন।
মার্কেটের মালিক আলফু মিয়া জানান, চার দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মুর্শেদুল আলম বলেন ,জগন্নাথপুরের একটি সেতুতে সংস্কার কাজ চলমান থাকায় আমরা ঘটনাস্থল পৌঁছতে পারিনি। আমরা তাদেরকে বলে দিয়েছি, তাজপুর স্টেশনে যোগাযোগ করার জন্য।