1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে বন্যা কবলিত একটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাঁই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২৯ জুন ২০২৪, ০৯:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে বন্যা কবলিত একটি পরিবারের বসতঘর আগুনে পুড়ে ছাঁই

  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ৩৫ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি (রসুলপুর) গ্রামে দরিদ্র এক পরিবারের ঘরে আগুন। ২৪ জুন সোমবার বিকাল ৪ ঘটিঘায় বসত ঘরটি আগুনে পুড়ে কয়লা হলো। আগুনের সূত্র কোথায় থেকে বা কি ভাবে আগুন লেগেছে তার কারণ জানা যায় নি। স্বরে জমিনে গিয়ে  জানা যায়, শ্রীরামসি (রসুলপুর) বাসিন্দা মোহাম্মদ আব্দুর নূর, মিয়ার বসত ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যপারে ঘরের মালিক আব্দুর নূর মিয়া বলেন, আমরা বন্যায় কবলিত হয়ে পড়ায়,  সাবেক উপজেলা  চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আকমল হোসেন সাহেবের বাড়িতে আশ্রয় নিয়েছি আমার পরিবারের সবাইকে নিয়ে। ঘরে মানুষ না থাকায় সেই সুবাধে কে বা কারা ষড়যন্ত্র করে আমার ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছ। আমরা  খাবার খাওয়ার জন্য সামান্য কিছু তালা বাসন নিয়ে এসেছি। বাকি সব জিনিসপত্র ঘরের ভেতরে ছিল পার্সপোট, ভোটের আইডি কার্ড, জাইগা জমির মূল্যবান কাগজপত্র সহ গুরুত্বপূর্ণ জিনিষপত্র আগুনে পুড়েছে। তিনি আরো বলেন, আমার এই বসত ঘরের মাঝে বিদ্যুৎে লাইনের সংযোগ নেই যা আগুন লাগার কোন কারণ হতে পারত! চতুর দিকে পানি মাঝখানো শুধু  বসত ঘরটা, আমার সঙ্গে কেউ  হিংসা কিংবা  ষড়যন্ত্র করে আমার ঘরটি আগুন দিয়েছে। প্রায় ছয় থেকে সাত লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান,ঘরে মানুষ না থাকায় এই সুবিধায় আমাদের সাথে হিংসা করে এমন কাজ করেছে। এ ব্যপারে জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি র’ চাচাত ভাই আহব্বাব হোসোন বলেন, আমার বাড়ির পাশে বাড়ি আব্দুর নূরের বাড়ি, আমরা সবাই বাজারে ছিলাম, হঠাৎ দেখি আব্দুর নূরের বাড়ির পাশে আগুনো ধোয়া। তারপর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আব্দুর নূরের ঘর পুড়ে শেষ। তিনি বলেন তাদের সঙ্গে কেউ না কেউ দুশমনি করে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কারণ এই ঘরের মধ্যে আগুন লাগার মত তেমন কোন ডিভাইস নেই, নেই বিদ্যুৎের সংযোগ, নেই গ্যাসের সংযোগ, সেই থেকে ধারনা করা হচ্ছে তাদের সঙ্গে কেউ দুশমনি করে ষড়যন্ত্র করে ঘরের ভেতর আগুন দিয়ে সমস্ত ঘর পুড়ে দিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com