স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার
দোস্তপুর গ্রামের বাসিন্দা পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো শামীম আহমদ (৪০) আর নেই। ইন্না…………..রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন গুনগাহী রেখে গেছেন। শুক্রবার রাতে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ শনিবার গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ,জেলা আওয়ামী লীগ সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন,বিভাস দে,ফজরুল ইসলাম,সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন,সাংগঠনিক সম্পাদক জুবেদ খান প্রমুখ শোক প্রকাশকারীরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply