স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ছয়টি ইউনিয়নে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন ঘোষনা করা হয়েছে। দুটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মনোয়ন বঞ্চিত হয়েছেন। তাঁরা হলেন পাটলী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সিরাজুল হক ও আশারকান্দি ই্উনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সদস্য আইয়ুব খান। এ দুই ইউনিয়নের মধ্যে পাটলী ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আঙ্গুর মিয়া ও আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু ঈমানী। এরমধ্যে আঙ্গুর মিয়া গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরোধীতা করেন। আর আবু ঈমানীর পিতার বিরুদ্ধে রয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ। জনপ্রিয় এ দুই চেয়ারম্যানের নাম তৃণমুল থেকে কেন্দ্রে পাঠানো হলেও কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তাদেরকে মনোনয়ন বঞ্চিত করে। অভিযোগ রয়েছে মনোনয়ন বাণ্যিজের কারণে তারা বঞ্চিত হয়েছেন। তবে তাদের ঘনিষ্ট সূত্র জানিয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে তারা নির্বাচনে অংশ নিবেন।
Leave a Reply