স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিক কয়েকটি ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরছালিন চেয়ারম্যান আবুল হাসান, চেয়ারম্যান মজলুল হক, আরশ মিয়া, আপ্তাব উদ্দিন, আইয়ুন খান, সাজ্জাদ মিয়া, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,শিক্ষক সাইফুল ইসলাম রিপনসহ কমিটির সদস্যবৃন্দ। সভায় সাম্প্রতিককালে কয়েকটি ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে পুলিশকে তৎপর হতে আহ্বান জানানো হয়।