স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান। মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাসিক আইন শৃখংলা সভায় এ দাবী জানানো হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হক, সুন্দর আলী, আব্দুল কাইয়ুম মশাহিদ, শিক্ষক আবদুল গফ্ফার, সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরে গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজন লেগেই আছে। ফলে পথচারীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ ও শহরে বেড়ে গেছে চুরির ও মাদকের ঘটনা। এসব রোধে পুলিশ প্রশাসনকে আরো আন্তরিকতার সহিত দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান।