স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌর বিএনপির এক নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী। এঘটনায় সাজ্জাদুর রহমান সামির (২০) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সামির রহমান উপজেলার পৌরসভার ইসহাকপুর এলাকার পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাহিনুর রহমান শাহিনের ছেলে ও সিলেট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতা শাহিনুর রহমানের বাড়িতে অভিযান চালান।
অভিযানে ২টি পাইপগান, ১টি এয়ারগান, ৩টি চাপাতি ও দা, ৭টি টেঁটা ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহিনুর রহমান পালিয়ে যান। পরে এ ঘটনায় সামির রহমান কে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, এ ঘটনায় জগন্নাথপুর থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।