Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা সভা: গরু চুরি রোধে পুলিশ প্রশাসনকে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুরে গরু চুরি প্রতিরোধে পুলিশ প্রশাসন কে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহবান জানানো হয়েছে।

গতকাল সোমবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তারা এই আহবান জানান।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়েজিত সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলিছ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কলকলি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম, জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।

সভায় সম্পত্তি জগন্নাথপুরে বিপুল সংখ্যাক চুরি যাওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোর সিন্ডিটেকের চার সদস্য গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, কৃষকের গোয়ালের গরু সুরক্ষায় পুলিশকে আরো কার্যকরী ভূমিকা নিতে হবে। গরু চুরি প্রতিরোধের পাশাপাশি পৌরশহরের যানজট নিরসনসহ জগন্নাথপুরের আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রনে প্রশাসকের প্রতি আহবান জানান বক্তারা।

সভায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান , জগন্নাথপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে। তিনি জানান, গরু চুরি ঠেকানোর পাশাপাশি অপরাধমূলক কর্মকান্ড রোধে পুলিশ নিষ্ঠার সঙ্গে কাজ করছে।

 

Exit mobile version