Site icon জগন্নাথপুর টুয়েন্টিফোর

জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা- ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ধর্ষনের ঘটনায় নিন্দার ঝড়

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সাম্প্রতিককালে ফেসবুকে জগন্নাথপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের দাবী জানানো হয়েছে। এছাড়াও উপজেলা সদরের সানলাইট হোটেলে কন্ঠশিল্পী ধর্ষনের ঘটনায় তীব্রক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করে অভিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী জগন্নাথপুর থানার প্রতিনিধি সেকেন্ড অফিসার মফিজুল আলম, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মজলুল হক, কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, পাইলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, পাটলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, হাজী সুন্দর আলী প্রমুখ। এছাড়াও মীরপুর ইউনিয়নে প্রতিবন্ধী ছেলেকে পিতা কর্তৃক হত্যার ঘটনাসহ সাম্প্রতিক বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে দায়িত্বশীল কঠোর ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

Exit mobile version