স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত আইডিয়াল কম্পিউটার ইনস্টিটিউটের আয়োজনে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টের মাদিহা প্লাজায় প্রতিষ্ঠানের হল রুমে এ সার্টিফিকেট বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক সাংবাদিক জুয়েল আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল। বিশেষ অতিথির বক্তব্য দেন, জহির’স ইংলিশ ইনন্সিটিউটের প্রতিষ্ঠাতা মাওলানা জহিরুল ইসলাম।
শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ছাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষণার্থী জিকরুল ইসলাম।
এসময় প্রতিষ্ঠানের প্রশিক্ষক তানিয়া বেগম, মুসলিমা আক্তার, অভিভাবক স্বপ্না বেগম, সংবাদকর্মী রুম্মান আহমদ, ফরহাদ আহমদ রেহানসহ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী এবং বিভিন্ন শ্রেনি-পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণের ৬০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।##