সংবাদ সন্মেলনে- যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল করিম
স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর পৌর এলাকার ইসাকপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী শাহ নুরুল করিম ইসাকপুর গ্রামবাসী ও ভবেরবাজার যুব সংঘ, ভবেরবাজার সমাজ কল্যাণ পরিষদের পক্ষে গতকাল শনিবার জগন্নাথপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে ইসাকপুর গ্রামের অসামাজিক কাজের মুলহুতা সোনারা বেগমকে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বন্ধ করার আহ্বান জানান। তিনি সংবাদ সন্মেলনের লিখিত বক্তব্যে বলেন, পৌর এলাকার ইসাকপুর একটি ঐতিহ্যবাহী গ্রাম। এ গ্রামের আশ্বাদ আলীর স্ত্রী সোনারা বেগমদের কোন জায়গা জমি ঘর বাড়ি না থাকায় একই গ্রামের আলেয়া বেগম তাকে স্ত্রী সন্তানাদি নিয়ে তার বাড়িতে থাকার আশ্রয় দেন। এই সুযোগে দীর্ঘদিন ধরে সোনারা বেগম তার দুই মেয়ে ও বাহির থেকে বিভিন্ন মেয়ে এনে ওই বাড়িতে পতিতা ব্যবসা শুরু করে। বিষয়টি গ্রামের যুব সমাজের নজরে এলে ভবেরবাজার যুব সংঘ ও ভবেরবাজার সমাজ কল্যাণ সংঘ এনিয়ে প্রতিবাদ শুরু করে বিষয়টি এলাকার মুরব্বীদের অবহিত করে। এক পর্যায়ে পুরো গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে সোনারা বেগমকে এসব অসামাজিক কাজ থেকে বিরত থাকতে বলেন। গ্রামবাসীর সাথে একাতœতা প্রকাশ করে সোনারা বেগমের ছেলে সাদিক আলী ও দেবর সাজাদ আলী,হাছন আলী,হোছন আলী,রুশন আলী গ্রামবাসীর সাথে আন্দোলনে যোগ দেন। এক পর্যায়ে বাধ্য হয়ে বাড়ির মালিক আলেয়াস বেগমও তাদের তার বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে ক্ষুব্দ হয়ে সোনারা বেগম জগন্নাথপুর থানা ও সিলেটের স্থানীয় একটি পত্রিকায় অভিযোগ করে গ্রামবাসীর বিরুদ্ধে তাকে গ্রাম থেকে ভিটে উচ্ছেদ করে তাড়িয়ে দেয়ার অভিযোগ ও কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ আনেন। সমাজকর্মী নুরুল করিম সংবাদ সন্মেলনে আরো বলেন, গ্রামের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি মহলের প্ররোচনায় তিনি গ্রামবাসীর বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা অপপ্রচারে লিপ্ত হয়ে গ্রামবাসীর সামাজিক সন্মানহানি করছেন। যা কোন ভাবেই কাম্য নয়। তিনি দুঃশ্চরিত্রা নারীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হতে আহ্বান জানান। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন,ভবের বাজার যুব সংঘের সভাপতি মোঃ জিলু মিয়া,সাধারণ সম্পাদক ইজ্জাদুল হোসেন,সহ-সভাপতি ফুজায়েল আহমদ সাজু,সদস্য বেলাল আহমদ,ভবেরবাজার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ হাসান উদ্দিন,সহ-সভাপতি হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক আলী নুর রহমান,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,অর্থ সম্পাদক রেজুয়ান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মামুন আহমদ সেলু,গ্রামবাসীর পক্ষে শাহীনুর রহমান,আব্দুল লতিফ,ফারুক মিয়া,জালাল উদ্দিন,তোতা মিয়া,সাজাদ আলী,সাদিক আলী,হাছান উদ্দিন,মিজানুর রহমান,হাছন আলী,আনছার উদ্দিন,সাজিদুর রহমান সাজু,হুছন আলী,রোশন আলী,সুন্দর আলী,শাহ মাহফুজুল করিম,ডাঃ মুখলেছুর রহমান,ওয়াহাব মিয়া,কাহার মিয়া প্রমুখ।
Leave a Reply